মালানের কাছে শীর্ষস্থান হারিয়ে তিনে নামলেন বাবর

|

ছবি: সংগৃহীত

আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের শীর্ষস্থান হারিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাকে টপকে শীর্ষে উঠে এসেছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন সবার উপরে আছেন তিনি। শীর্ষস্থান হারিয়ে দুই না, ৭৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক।

আরও পড়ুন: উইন্ডিজ দলের ৫ ক্রিকেটার-কর্মকর্তা করোনায় আক্রান্ত

দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন দুইয়ে। বাবরের পরেই রয়েছেন স্বদেশি মোহাম্মদ রিজওয়ান। পাঁচে আছেন ভারতের ব্যাটার কে. এল. রাহুল। সেরা দশের অন্য ব্যাটাররা হলেন অ্যারন ফিঞ্চ, ডেভন কনওয়ে, জস বাটলার, র‍্যাসি ভ্যান ডার ডুসেন ও মার্টিন গাপটিল।

এছাড়া টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে থাকা জো রুট। এরপরের দুটি অবস্থানে আছেন দুই অজি টপ অর্ডার ব্যাটার মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। এরপরের তিনটি নাম হচ্ছেন কেইন উইলিয়ামসন, রোহিত শর্মা ও ভিরাট কোহলি।

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে অসত্য বলেছেন কোহলি: বিসিসিআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply