বিজয় দিবসের অনুষ্ঠানে আসার সময় মুক্তিযোদ্ধা নিহত

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

বিজয় দিবসের অনুষ্ঠানে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়াত আলী সরকার (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার খড়িয়ালা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে কিশোরগঞ্জে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আয়াত আলী সরকার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকার আব্দুল লতিফ সরকারের ছেলে।

এই ব্যাপারে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আশুগঞ্জ উপজেলা পরিষদে নিজ বাড়ি থেকে যাওয়ার সময় বাহাদুরপুর থেকে সিএনজিতে ওঠেন বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বিজয় দিবস পালন না করে প্রধান শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

এ সময় গুরুতর আহত অবস্থায় আয়াত আলীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় সিএনজি এবং পিকআপ আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply