বিষাক্ত মদপান করে মৃত্যুবরণ করেছেন তুরস্কের অন্তত ২৫ নাগরিক। চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। জানা গেছে, মদ উৎপাদনের ওপর উচ্চ শুল্ক আরোপের পর দেশটিতে ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়েছে। দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের নাগরকদের মদপানে নিরুৎসাহিত করলেও মদপান বা উৎপাদন কোনোটিই কমেনি তুরস্কে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা। তারা জানিয়েছে, উৎপাদনকারীরা মদের সাথে মিথানল মেশানোয় মদ বিষাক্ত হয়ে পড়ছে। তুরস্কের সুপার মার্কেটে এক লিটার ‘রাকি’ ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিঁরা বা সাড়ে ১৬ ডলার।
উল্লেখ্য, মিথানল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অপরিশোধিত পর্যায়, যা বিভিন্ন কারখানায় রাসায়নিক হিসেবে ব্যবহৃত হয়।
/এসএইচ
Leave a reply