তীব্র তুষার ঝড়ে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ক্যালিফোর্নিয়া-অরেগন রাজ্যের হাইওয়ে সচল হলো। তবে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
রাজ্যের পরিবহন বিভাগের বিবৃতি অনুসারে, ৩২০ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে গাড়ি এবং পণ্যবাহী ট্রাকগুলো। এখনও চলছে ঝড়ে ভেঙ্গে পড়া গাছ অপসারণ, বরফ সরানো এবং বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ।
চলতি সপ্তাহে ব্যাপক ঝড়-বৃষ্টি এবং তুষারপাতের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া। জারি করা হয় জরুরি অবস্থা। এখনও স্থগিত বেশ কিছু ফ্লাইটের চলাচল। শুক্রবারের মধ্যে নদার্ন ক্যালিফোর্নিয়া-অরেগন ও নেভাদায় ভারি তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: প্রেমিকার পায়ের প্রেমে পড়ে জুতা কিনতে লাখ লাখ টাকা খরচ করেন প্রেমিক!
ইউএইচ/
Leave a reply