টানা তিন দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। আর এই সুযোগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে খাবারের গলাকাটা দাম নেয়ার অভিযোগ উঠেছে। বাড়িয়ে দেয়া হয়েছে রুম ভাড়াও। এতে ক্ষুব্ধ পর্যটকরা।
তারা জানান, রেস্টুরেন্টে যে খাবারের দাম অন্য সময়ে দেড়শ’ থেকে ২শ’ টাকা নেয়া হয় তা বর্তমানে রাখা হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা। বেশির ভাগ রেস্টুরেন্টেই একই অবস্থা।
অন্যদিকে, অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়া হয়েছে হোটেল-কটেজের রুম ভাড়াও। ১ হাজার টাকার কক্ষের ভাড়া ৫ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পর্যটকরা।
এদিকে, শহরে চলাচলকারী অটোরিকশাতেও গুণতে হচ্ছে দুই থেকে গুণ বাড়তি ভাড়া। এরইমধ্যে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুন: সরকারি প্রকল্পের ৪০ হাজার টাকা পেতে নিজের বোনকে বিয়ে!
ইউএইচ/
Leave a reply