করোনায় বিপর্যস্ত ক্রীড়াঙ্গন। এরমধ্যে নিউজিল্যান্ডে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার স্কোয়াডকে আরও তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনা পরীক্ষায় খেলোয়াড়রা নেগেটিভ এলেও রঙ্গনা হেরাথের সাথে একই ফ্লাইটে থাকায় সবাইকে পরতে হবে ‘ইয়েলো ব্যান্ড’। পাশাপাশি এই সময়ে ক্রিকেটারদের উপর থাকছে অনুশীলন ও জিমনেসিয়াম ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনে আবারও করোনার থাবা
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা। এর একদিন পরেই বাংলাদেশ শিবিরে এলো এমন দুঃসংবাদ।
এদিকে, গত কয়েকদিন ধরেই ক্রাইস্টচার্চের আবহাওয়ার স্রোত বইছে সাধারণ অবস্থার বিপরীত দিকে। টানা বৃষ্টি আর তীব্র ঠাণ্ডায় কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
আরও পড়ুন: আম্পায়ারকে নির্যাতন ও হত্যার হুমকি: আজীবন নিষিদ্ধ ক্রিকেটার
Leave a reply