ভারতের হারিয়ানা রাজ্যের গুরগাওঁতে উন্মুক্তস্থানে নামাজের জামাতে বাধা দেয়ার বিষয়টি এবার গড়ালো ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পিটিশনটি পৌঁছায় সর্বোচ্চ আদালতে। পিটিশনটি দায়ের করেন সাবেক রাজ্যসভা সদস্য মোহাম্মদ আদিব।
গুরুগাঁওতে গেল কয়েক মাস ধরেই উন্মুক্ত স্থানে জুমার নামাজ আয়োজনে বাধা দেয়া হচ্ছে। স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী দলগুলোর অভিযোগ, নামাজের জামাত আয়োজনের নামে এসব উন্মুক্ত স্থান দখল করে নিচ্ছে মুসলমানরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মসজিদের বাইরে নামাজের আয়োজন বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হলো হাসি, নিয়ম ভাঙলে কঠোর শাস্তি!
তবে গুরুগাঁওয়ের মুসলমানরা বলছেন, প্রশাসন নির্ধারিত স্থানেই তারা নামাজ আদায় করছেন। ধর্মীয় অসহিষ্ণুতা ছড়ানোর উদ্দেশ্যেই তাদের নামাজে বাধা দেয়া হচ্ছে।
জেডআই/
Leave a reply