টেস্টে বর্তমানে অন্যতম সেরা স্পিনার ভারতের রবিচন্দ্রন আশ্বিন। তিনি যাদের উইকেটরক্ষক হিসাবে পেয়েছেন তাদের মধ্যে সেরা মহেন্দ্র সিং ধোনি। আর বর্তমানে ভারত দলে এক নাম্বার উইকেটকিপার হিসাবে খেলা রিশাভ পান্তের চেয়ে এগিয়ে রাখলেন ঋদ্ধিমান সাহাকে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তার সাথে খেলা সেরা উইকেটকিপারদের তালিকা দিয়েছেন আশ্বিন। সেখানে ধোনিকে এক নম্বরে রেখেছেন তিনি। দুইয়ে রেখেছেন ঋদ্ধিমান সাহাকে আর তিনে রেখেছেন দিনেশ কার্তিককে।
আশ্বিন বলেছেন, ধোনি, ঋদ্ধিমান ও কার্তিকের মধ্যে কাউকে আলাদা করে বাছা খুব কঠিন। তামিলনাড়ুতে কার্তিকের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। কিন্তু আমাকে যদি একজনকে বেছে নিতে বলা হয় তাহলে আমি ধোনিকেই বেছে নিব। স্টাম্পিংয়ে ধোনি ছিল দুর্দান্ত।
আরও পড়ুন: বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় মেসি, রোনালদোর পরেই শচীন
ভারতের হয়ে আশ্বিনের খেলার পিছনে ধোনির রয়েছে বিরাট ভূমিকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির অধিনায়কত্বেই আশ্বিনের অভিষেক হয়েছিল। ধোনির অবসরের পরে ভারতীয় দলে উইকেটের পিছনে আশ্বিন পান ঋদ্ধিমানকে। মোট ৩৮টি টেস্টে দুজনে একসঙ্গে খেলেছেন। রিশাভ পান্তের সঙ্গে অশ্বিন খেলেছেন ১৩টি টেস্ট।
জেডআই/
Leave a reply