প্রশ্ন ফাঁস হওয়ায় নতুন করে পরীক্ষা

|

চলমান দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুণরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার দেশটির শিক্ষা বোর্ড জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রশ্ন ফাঁস রোধে অনলাইন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।

শিক্ষামন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, “গণিত ও অর্থনীতির প্রশ্ন ফাঁস হওয়া, এবং তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে শিক্ষার্থীদের দাবি, এর আগেও বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারা ওই দুই শ্রেণির সব ক’টি পরীক্ষা নতুন করে নেওয়ারও দাবি জানাচ্ছেন। এ লক্ষ্যে দিল্লির যন্তরমন্তরের সামনে সমাবেশও করেছে তারা।

ঘটনার শাস্তি নিশ্চিত ও ফাঁস রোধে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িতদের ছেড়ে দেওয়া হবে না। আমি নিশ্চিত পুলিশ খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করবে। আমি আশ্বস্ত করছি, আমরা পুরো ব্যবস্থাপনার আরও উন্নয়ন ঘটাবো।”

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply