জাদুঘরে রাখা হবে আজাজ প্যাটেলের ১০ উইকেট নেয়া সেই বল

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস লিখেছেন। ভারতের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনি। এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আজাজকে দিচ্ছে অনন্য সম্মাননা। আইকনিক এই স্টেডিয়ামে চালু হতে চলা এমসিএ মিউজিয়ামে স্থান পাবে আজাজের সেই বল। ‘প্রাইড অফ দ্য প্লেস’ তালিকায় রাখা হবে সেই লাল বলটি। খবর ইন্ডিয়া টুডের।

আজাজ বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। এর আগে জিম লেকার ও অনিল কুম্বলের এ কীর্তি করতে পেরেছিলেন। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ১৪টি উইকেট তুলে নেনে মুম্বাইয়ে জন্ম নেয়া এই ভারতীয় বংশোদ্ভূত।

এমসিএ প্রধান বিজয় পাটিল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আজাজ ওয়াংখেড়েতে যা করেছে তা অসাধারণ। ও আমাদের এই মাঠেই রেকর্ড করেছে। আমাদের সুযোগ করে দিয়েছে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেয়ার। মুম্বাই আজাজের শিকড়। যেটা আমাদের কাছে আরও স্পেশাল। সবচেয়ে বড় ব্যাপার ও ওই ১০ উইকেট নেয়া বলটা আমাদেরকেই দিয়ে গিয়েছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ মিউজিয়ামের ‘প্রাইড অফ দ্য প্লেস’ হিসাবে ওই বল রেখে দেব।

অসাধারণ কৃতিত্বের জন্য আজাজকে টেস্টের পর টিম ইন্ডিয়া এক বিশেষ উপহারও তুলে দিয়েছিল। কোহলি ও তার সতীর্থদের সই করা জার্সি আজাজকে উপহার দেয়া হয়। সেই জার্সি ভারতের সিনিয়র স্পিনার আর অশ্বিন তুলে দেন আজাজের হাতে। আজাজকে সংবর্ধনা জানায় এমসিএ। এই প্রথম কেউ এই মাঠে ১৪ উইকেট নেয়ার নজির গড়েন। ম্যাচের সরকারি স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ ম্যাচ বলে সই করে সেই বলটি এমসিএ-কে দেন। পাশাপাশি নিজের টেস্ট জার্সিটিও উপহার দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply