তুরস্কে সব চাকরিজীবীর বেতন বাড়লো ৫০ শতাংশ

|

ছবি: সংগৃহীত।

চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে তুরস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। খবর ডেইলি সাবার।

নতুন এই বেতন বৃদ্ধির ফলে ২০২২ সাল থেকে দেশটির চাকরিজীবীদের নূন্যতম বেতন হবে ৪ হাজার ২৫০ লিরা। ২০২১ সাল পর্যন্ত যা ছিল ২ হাজার ৮২৬ লিরা। বেতন কাঠামোর এই বৃদ্ধিকরণ গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন এরদোগান।

বিষয়টি নিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, দেশে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, আশা করি চাকরিজীবীরা এবারে এর সাথে মানিয়ে নিতে পারবেন। তবে এরপরও কিছু সমস্যা থেকে গেছে। সেগুলো দ্রুতই সমাধান করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, সম্প্রতি তুর্কি মুদ্রার বাজার দরে ব্যাপক পতনের পর বিশ্বে বর্তমানে তুর্কি লিরা একটি দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। চলতি বছরই ডলারের বিপরীতে এর দর কমেছে ৪৭ শতাংশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply