রখাইনে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ঘোষিত এক মাসের অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির মুখপাত্র এক টুইটবার্তায় বলেছেন, সন্ত্রাসীদের সাথে কোনো মধ্যস্থতা করবে না সরকার।
সোমবার থেকে স্যালভেশন আর্মি’র দেয়া একতরফা অস্ত্রবিরতি কার্যকর হয়। মানবিক সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায়, এআরএসএ।তারা আশা করছে মিয়ানমারের সেনাবাহিনীও সেখানে অস্ত্রবিরতিতে রাজি হবে। তারা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে রাখাইনে কাজ শুরু করারও আহ্বান জানায়। অবশ্য মিয়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা এবং মুসলমান গ্রামবাসীরা নিজেরাই ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে পালাচ্ছে বাংলাদেশ।
জাতিসংঘের দাবি, ২৫ আগস্ট থেকে রাখাইনে শুরু হওয়া সহিংসতায় প্রাণ গেছে এক হাজার মানুষের। বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত ৩ লাখ রোহিঙ্গা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply