Site icon Jamuna Television

পরিবারকে লজ্জা দেওয়ার মতো চরিত্রে অভিনয় করব না, সামান্থাকে কটাক্ষ নাগার

সামান্থা প্রভু ও নাগা চৈতন্য এর বিবাহ বিচ্ছেদের পর থেকেই তাদের নিয়ে শুরু হয় নানা গসিপ। এই দুই তারকাকে নিয়ে আলোচনা আরও তুঙ্গে উঠেছে, সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের এক সাক্ষাৎকারের কারণে। এতে তিনি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তাদের মধ্যে দূরত্বের কারণ। খবর আনন্দবাজার পত্রিকার।

ওই সাক্ষাৎকারে নাগা বলেছেন, আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে রাজি। কিন্তু এমন কোনো চরিত্র করব না, যা আমার বা আমার পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তুলবে অথবা আমার পরিবারের সদস্যদের লজ্জায় ফেলবে।

সামান্থার যৌনদৃশ্যে অভিনয়ে নাকি আপত্তি ছিল নাগা ও তার পরিবারের। বাড়ির বউকে কোনোভাবেই সাহসী চরিত্রে দেখতে নারাজ ছিলেন তারা। তবে শ্বশুরবাড়ির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত উপেক্ষা করেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর যৌনদৃশ্যে অভিনয় করেন সামান্থা। আইটেম গানেও দেখা যায় তাকে।

আর সামান্থার এই পদক্ষেপের জন্যই নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে বলে অনুমান ভক্তদের।

বিবাহবিচ্ছেদের পর ভেঙে পড়েছেন সামান্থা। এ কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন।

Exit mobile version