এত ভিড়েও কক্সবাজারে হোটেল রুম খালি!

|

ফাইল ছবি।

টানা তিনদিনের ছুটির শেষ দিনেও পর্যটকের চাপ আগের মতোই কক্সবাজার সমুদ্র সৈকতে। জেলা হোটেল মালিক সমিতি জানায়, শুক্রবার রাতে অনেক পর্যটকের হোটেলের বাইরে থাকার তথ্য তারা পেয়েছেন। তবে পর্যটকদের এত ভিড়েও হোটেলগুলোর ২০ থেকে ২৫ শতাংশ কক্ষ ফাঁকা পড়ে ছিল বলে দাবি তাদের।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, সব হোটেল মিলিয়ে কক্সবাজারে অবস্থান করছেন সোয়া দুই লাখ পর্যটক। সৈকতে বাড়তি চাপের সুযোগে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। খাবার ও হোটেল রুমের অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পর্যটকদের।

চাপ সামলাতে দিন-রাত সৈকতে কাজ করছেন ২০০ ট্যুরিস্ট পুলিশ ও কক্সবাজার জেলা প্রশাসনের একটি দল। সাগরে নামা পর্যটকদের নিরাপদে রাখতে নিয়োজিত আছেন নিরাপত্তারক্ষীরাও।

গত কয়েকদিনে পর্যটকদের ভিড়ে কক্সবাজারে তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি। এ নিয়ে যমুনা নিউজের প্রতিবেদনটি পড়ুন এই লিংকে : কক্সবাজারে পর্যটন ব্যবসার নামে কী চলছে!

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply