Site icon Jamuna Television

ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন জেমস

আজ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নিয়েছেন জেমস।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা ভ্যাকসিন নিলেন দেশের জনপ্রিয় রকস্টার ও সঙ্গীত শিল্পী মাহফুজ আনাম (জেমস)।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, জেমস করোনার ভ্যাকসিন ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন আগেই। কিন্তু সম্প্রতি কনসার্টের জন্য তিনি ব্যস্ত থাকায় দ্বিতীয় ডোজ নেয়ার সুযোগ পাচ্ছিলেন না। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে এসে দ্বিতীয় ডোজ নেন তিনি।

এ সময় হাসপাতালের জেমসকে দেখে ভিড় করেন তার ভক্তরা। হাসপাতালের দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা সদস্যরা উচ্ছ্বসিত হয়ে তার সাথে ছবিও তোলেন।

/এসএইচ

Exit mobile version