Site icon Jamuna Television

হাসপাতাল পরিদর্শনে গিয়ে আবারও ক্ষুব্ধ মাশরাফী

হাসপাতালে সঠিক সেবা পাচ্ছেন না রোগীরা। এমন অভিযোগ বরাবরই কানে এসেছে নড়াইলের সংসদ সদস্য মাশরাফীর। নিজে গিয়ে সেসবের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে বলেছেন। কিন্তু আদতে কি কিছু পরিবর্তন হয়েছে? কেমন সেবা পাচ্ছেন রোগীরা? দেখার জন্য নিজেই চলে যান সদর হাসপাতালে। এখনও একের পর এক অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কয়েকজন সঙ্গী নিয়ে হাসপাতালের এ প্রান্ত থেকে ও প্রান্তে খুঁটিয়ে খুঁটিয়ে দ্যাখেন। একের পর এক অনিয়ম দেখে বিস্মিত তিনি। ১০টা বেজে গেছে কিন্তু আসেননি অনেক চিকিৎসক। হাসপাতাল থেকে যে খাবার দেয়া হয়, তা নিয়েও রোগীদের অভিযোগ দীর্ঘদিনের। সরেজমিন পরিদর্শন গিয়ে সে অভিযোগ আবারও কানে এলো মাশরাফীর। অপরিচ্ছন্ন টয়লেট দেখেও উষ্মা প্রকাশ করেন মাশরাফী।

শেষমেষ নিজ চোখে দেখা সব অনিয়ম নিয়ে ম্যাশ কথা বলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ-উজ-জামান মুন্সীর সাথে। হাসপাতাল তত্ত্বাবধায়ক চিকিৎসকদের হাসপাতালে আসার বিষয়ে অনীহা নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

প্রায় ঘণ্টা তিনেক অবস্থান করে বেলা ১১টা নাগাদ হাসপাতাল ছাড়েন ক্রিকেট মাঠ কাঁপিয়ে রাজনীতিতে আসা মাশরাফী মোর্ত্তজা।

/এডব্লিউ

Exit mobile version