Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৮ শিশুসহ নিহত ১০


মালয়েশিয়া প্রতিনিধি:


মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় দশজন নিহত হন। ঐসময় সেখানে একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে আরও সাতজন আহত হয়েছেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে  জানিয়েছে, মধ্যরাতের ঠিক আগে দুর্ঘটনার বিষয়ে তাদেরকে জানানো হয়েছিল। তারা বলেছে, যে গাড়িটি ট্রেলার লরি দ্বারা পিষ্ট হয়েছিল সেটিই নিহতদের বহন করছিল।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস জানান, দুর্ঘটনাস্থলে ১৭ জন ছিলেন, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা একজন পুরুষ ও একজন নারী, অন্য আটজন শিশু।

/এসএইচ

Exit mobile version