ফিলিস্তিনির গুলিতে এক ইসরায়েলি নাগরিকের মৃত্যুর জেরে উত্তপ্ত পশ্চিম তীর। অঞ্চলটিতে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে দখলদাররা।
ঘটনার জেরে ইসরায়েলিরা জ্বালিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও গাড়ি। দুই ফিলিস্তিনিকে পেটানোর অভিযোগও উঠেছে। প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল হলে তাতে বাধা দেয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের হামলার শিকার হয়েছেন এপির এক ফটো সাংবাদিক। নিন্দা জানিয়ে তদন্তের দাবি জানিয়েছে বার্তা সংস্থাটি।
এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশের দাবি, বিশৃঙ্খলা ঠেকাতে বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এপির ফটো সাংবাদিক আহতের বিষয়টি খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান শেষে চীনের কয়লা খনিতে আটকে পড়া ২০ শ্রমিক উদ্ধার
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দখলকৃত পশ্চিম তীরে একটি গাড়িতে ফিলিস্তিনি যুবকের গুলিতে প্রাণ যায় এক ইসরায়েলির। এ ঘটনায় আহত হয় আরও দুইজন। এই ঘটনার জেরে শুক্রবার পূর্ব জেরুজালেমেও সংঘর্ষ হয় ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে।
Leave a reply