আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ বিদেশ থেকে আসা প্রবাসীকর্মীসহ অন্যান্য যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ। একইভাবে যারা দেশ থেকে কাজের উদ্দেশে প্রবাসে যাচ্ছেন তাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’- প্রতিপাদ্যে দিবসের নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় উচ্ছ্বসিত প্রবাসীকর্মীরা, বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা পাওয়ায় তারাও বিমানবন্দর কর্মকর্তাদের ধন্যবাদ জানান। প্রবাসীকর্মীদের পাশাপাশি বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, অভিবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। সরকার অভিবাসীকর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। বিমানবন্দরেও প্রবাসীকর্মীসহ কোনও যাত্রী যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য আমরা আন্তরিক।
তৌহিদ-উল-আহসান আরও বলেন, শুধু আন্তর্জাতিক অভিবাসী দিবস নয়, প্রতিদিনই অভিবাসী কর্মীদের জন্য আমরা কাজ করছি। তারা যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্বিক সহায়তা করবো।
এ সময় বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক উইং কমান্ডার সৈয়দ আলী আজমসহ বিমানবন্দরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
/এসএইচ
Leave a reply