বড় লিডে ইংল্যান্ডকে চাপে রাখলো অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত।

অ্যাডিলেডে চলমান অ্যাশজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। দিন শেষে থ্রি লায়ন্সদের থেকে ২৮২ রানে এগিয়ে আছে অজিরা। ব্যাট হাতে মার্কাস হ্যারিস ২১ ও মিচেল নেসের ২ রানে অপরাজিত আছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে জো রুট ও ডেভিড মালানের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় ইংল্যান্ড। আগের দিন ১২ রানেই দুই উইকেট চলে যাওয়ার পর দুজনে মিলে গড়েন ১৩৮ রানের জুটি। দলীয় ১৫০ রানে ৬২ রান করে রুট বিদায় নেওয়ার সাত রানের মাথায় ৮০ রান করে বিদায় নেন ডেভিড মালানও। এরপর তেমন কেউই আর দলের পক্ষে তেমন অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত ২৩৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় রোহিতের বদলে কোহলির সহকারী রাহুল

অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। ৩ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন আগের টেস্টেই রেকর্ড গড়া নাথান লায়ন। ক্যামেরন গ্রিন নিয়েছেন দুইটি উইকেট। আর মিচেল নেসার নিয়েছেন একটি উইকেট।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply