‘সমঝোতা চুক্তি হলে মালয়েশিয়ায় অনেকে কাজের সুযোগ পাবে’

|

সরকার বিদেশের চাহিদের সাথে সঙ্গতি রেখে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে। নতুন নতুন শ্রমবাজার তৈরিতেও উদ্যোগ নিয়েছে তারা। অভিবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়েও কথা বলেন মন্ত্রী। জানান, এখানেও অনেকে কাজের সুযোগ পাবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের বিমান ভাড়া কমিয়ে আনতে কাজ করছে সরকার। এছাড়া ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস হিসেবে ঘোষণার উদ্যোগ নেয়ার আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এতে দেশের উন্নয়ন কর্মকান্ডে প্রবাসীদের অংশগ্রহণ বাড়বে বলেও মনে করেন তিনি।

প্রবাসীরা যেন বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে পারেন তারও উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া সহজে পাসপোর্ট পাওয়ার বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান আব্দুল মোমেন।

এছাড়া আগামীতে প্রবাসী আয়ের ওপর ৩ শতাংশ প্রণোদনা দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।

এর আগে প্রবাসী কল্যাণমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না। আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলেও উল্লেখ করেছিলেন মন্ত্রী। তার বক্তব্যটি পড়ুন এখানে

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply