এই মৌসুমেই দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি। গত সেপ্টেম্বরে দলটির হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে দারুণ এক গোল করেন তিনি। সেটিই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সেরা গোল হিসাবে নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছে এই গোল।
আরও পড়ুন: বার্সেলোনাকে আপাতত প্রতিপক্ষ ভাবছে না রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের ৭৪তম মিনিটে পিএসজির হয়ে নিজের প্রথম গোল পান মেসি। পাল্টা-আক্রমণ থেকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের কাছাকাছি পৌঁছে যান মেসি। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের এক নিখুঁত শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন শুধু চেয়ে চেয়েই দেখেছেন।
জেডআই/
Leave a reply