বার্সেলোনাকে আপাতত প্রতিপক্ষ ভাবছে না রিয়াল মাদ্রিদ

|

লা লিগার শিরোপার দৌড়ে দীর্ঘ সময় ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গী বার্সেলোনা। কিন্তু এবার ব্যতিক্রম। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা অবশ্য এক ম্যাচ কম খেলেছে রিয়ালের চেয়ে। ওই এক ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলেও রিয়ালের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থাকবে বার্সেলোনা। এ অবস্থায়ও আশা ছাড়তে রাজি নন জাভি। লিগ শিরোপা জেতার স্বপ্নও দেখছেন বার্সেলোনার এই কোচ। এর আগে পয়েন্ট তালিকায় দলকে প্রথম চারে আনাকে মূল লক্ষ্য বানিয়েছেন।

তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এখন বার্সেলোনাকে শিরোপা দৌড়ের প্রতিপক্ষ হিসেবে মানতে রাজি নন। রিয়াল কোচের দাবি, আপাতত এ সম্মান অন্য দলগুলোর প্রাপ্য।

লা লিগায় আগামীকাল কাদিজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে জাভির শিরোপার আশা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল, বার্সেলোনা এখনও রিয়ালের শিরোপার লক্ষ্যে বাধা কিনা? উত্তর দিলেন স্পষ্টই— এখন তারা সরাসরি প্রতিপক্ষ নয়। কারণ, তারা এখন সেভিয়া, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেতিসেরও পেছনে। তবে ওদের শেষ পর্যন্ত লড়াই করার ক্ষমতা আছে। আর আমি যদি বার্সেলোনা কোচ হতাম, তাহলে আমি এ কথাই বলতাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply