অনূর্ধ্ব ১৫ কুস্তি জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর বসেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচীতে। শুক্রবার (১৭ ডিসেম্বর) ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। সেই অনুষ্ঠানেই উদ্ভট এক কাণ্ড ঘটিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিজেপি সাংসদ পর পর থাপ্পড় মারছেন এক কুস্তিগিরকে।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ’র প্রতিবেদনে বলা হয়, ব্রিজভূষণ শরণ সিংহ উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। বয়সের কারণে এক কুস্তিগিরকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছিল না। সেই কুস্তিগির প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার আশায় সোজা মঞ্চে উঠে সাংসদের কাছে আবেদন করেন। তখনই বিজেপি সাংসদ ব্রিজভূষণ মেজাজ হারিয়ে জুনিয়র কুস্তিগিরকে থাপ্পড় মারেন। তারপর তিনি মঞ্চ থেকে নেমে যান।
আরও পড়ুন: ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা উচিত: ওয়াইসি
ঘটনার পর ব্রিজভূষণ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই প্রতিযোগীকে অংশ নিতে দিলে তা অন্য কুস্তিগিরদের ওপর প্রভাব পড়ত, সেই জন্যই তাকে নামতে দেয়া হয়নি। তবে প্রকাশ্যে একজন কুস্তিগিরকে থাপ্পড় মারায় সাংসদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Leave a reply