পাকিস্তানে একটি ব্যাংকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। শনিবার বিকেলে দক্ষিণাঞ্চলীয় শহর করাচির হাবিব ব্যাংকে এ দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি হয়েছে। এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাই বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র বিস্ফোরণে দরজা-জানালাসহ ধসে গেছে ভবনের বিভিন্ন অংশ। নষ্ট হয়ে গেছে জরুরি কাগজপত্র। ক্ষতিগ্রস্ত ভবনের সামনে থাকা বেশ কিছু যানবাহন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি বিভাগের সদস্যরা। ধ্বংসস্তুপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
/এডব্লিউ
Leave a reply