চট্টগ্রামে শীতকালীন কাপড়ের অন্যতম বিপণি বিতান জহুর হকার্স মার্কেট। শীত এখনও জেঁকে না বসলেও ক্রেতাদের ভিড়ে পুরো মার্কেট সরগরম। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবারই প্রথম পছন্দ এই মার্কেট। গরম কাপড়ের পাশাপাশি কম্বলের বাজারও জমে উঠেছে। শীত বাড়ার সাথে সাথে বেচাবিক্রি আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের।
বন্দরনগরী চট্টগ্রামে শীত এখনও ঝেঁকে বসেনি। এরপরও শুরু হয়ে গেছে শীতের পোশাকের বেচাকেনা। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের শীতবস্ত্র কেনার পছন্দের জায়গা চট্টগ্রামের জহুর হকার মার্কেট। যারা একটু কম দামে শীতের কাপড় নিতে চান তারা ফুতপাতে কাপড়ের স্তুপ থেকেই খুঁজে নিচ্ছেন পছন্দের শীতের পোশাক।
শীতের পোশাকের জন্য ভিড় দেখা গেছে হকার্স মার্কেটের ভিতরে। কেউ কিনছেন, কেউবা পছন্দের পোশাক খুঁজছেন। ব্যবসায়ীরা বিক্রি নিয়ে সন্তুষ্ট হলেও শীত বাড়লে বিক্রিও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
শীতের পোশাকের পাশাপাশি জমে উঠেছে কম্বলের বাজারও। সাধ্যের মধ্যে কেনা যাচ্ছে পছন্দের কম্বল। হকার্সের পাশাপাশি বন্দরনগরীর বিপনী বিতান ও অভিজাত মার্কেটগুলোতেও চলছে শীতের পোশাক বিক্রির ধুম।
/এডব্লিউ
Leave a reply