করোনার দ্রুত সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন রুখতে নেদারল্যান্ডসে সর্বাত্মক লকডাউন দিয়েছে দেশটির সরকার। শনিবার (১৮ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে সংবাদ সম্মেলনে বলেন, আমি বিষণ্ন হৃদয়ে দাঁড়িয়ে কথা বলছি। অনেকেই আমার অনুভূতি বুঝতে পারছেন। অনেকটা একই অনুভূতি আপনাদেরও। রোববার (১৯ ডিসেম্বর) থেকে আবারও লকডাউন শুরু করতে বাধ্য হচ্ছি। এছাড়া আর কোনো উপায় নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অন্যান্য বিধিনিষেধ কার্যকর থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সবাইকে বাড়িতে থাকতে হবে।
নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের দোকান, পানশালা, ব্যায়ামাগার, সেলুন এবং অন্যান্য জনসমাগমের জায়গাগুলো বন্ধ রাখতে হবে। বাড়িতে দু’জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না। তবে বড়দিন উপলক্ষে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এবং নতুন বছরের আয়োজনে একসাথে সর্বোচ্চ চারজন অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে।
আরও পড়ুন: জোব্বা পরায় মুসলিম সাংসদকে বের করে দিলেন স্পিকার
নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের তথ্য অনুায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে ২৯ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। দেশটিতে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে।
Leave a reply