আমলাদের ক্লাবে পরিণত হয়েছে মানবাধিকার কমিশন, এই অভিযোগ সত্য নয়। এমন দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে বর্তমান কমিশনের দুই বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
নাসিমা বেগম বলেন, আগের কমিশনের থেকে বর্তমান কমিশন কর্মে বেশি তৎপর। কমিশন জেগে জেগে ঘুমায় এই তথ্য সঠিক নয়। বলেন, আইন মেনেই অর্পিত দায়িত্ব পালন করছে মানবাধিকার কমিশন। কমিশনের কাজগুলোকে ডিজিটালি করার সব আয়োজন সম্পন্ন। অনলাইনে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করতে পারবে ভুক্তভোগী নিজে বা প্রতিনিধি। সেজন্য এনআইডি বা মোবাইল নাম্বার বাধ্যতামূলক। ৮২ ভাগ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বর্তমান কমিশন কথায় নয় কাজে বিশ্বাসী।
Leave a reply