বর্তমান নেট দুনিয়ার অনেক কিছুই ভাইরাল হয়। ফলে অনেকের মনে এসব ভাইরাল হওয়া জিনিস পাওয়ার ইচ্ছা জন্মায়। ঠিক এই ধারণাটি নিয়েই এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামতে যাচ্ছে সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ টিকটক কর্তৃপক্ষ। যেখানে পাওয়া যাবে ভাইরাল হওয়া বিভিন্ন খাবার। এই ভাইরাল খাবারের মধ্যে থাকবে বেকড ফেটা পাস্তা, স্ম্যাশ বার্গার, কর্ন রিবস এবং পাস্তা চিপস।
টেককরাঞ্চেরপ্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া এসব খাবারের জন্য যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ৩০০টি রেস্টুরেন্ট খুলবে টিকটক কর্তৃপক্ষ। তবে এগুলোর কার্যক্রম পরিচালিত হবে অনলাইনের মাধ্যমে। প্রাথমিকভাবে ৩০০টি চালু হলেও ২০২২ সালের মধ্যে এক হাজার রেস্টুরেন্ট চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
২০২২ সালের মার্চ থেকে চালু হবে টিকটকের এই ভার্চুয়াল রেস্টুরেন্ট সেবা। টিকটকের সাথে অংশীদারিত্বে থাকবে ভার্চুয়াল ডাইনিং কনসেপ্ট নামক আরেকটি প্রতিষ্ঠান। ফুড ক্রিয়েটরস এবং অন্যান্যদের রান্নার প্রতিভাকে কাজে লাগাতে টিকটক তার প্রফিট পুনঃবিনিয়োগ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে।
উদ্যোগটির আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘টিকটক কিচেনস’। খাবার ব্যবসার পসার জমানো নয়, বরং টিকটকে বিখ্যাত হয়ে ওঠা খাবারগুলো ভক্তদের কাছে পৌঁছে দেয়াই এর উদ্দেশ্য বলে জানিয়েছেন একজন মুখপাত্র। টিকটকে খাবার সম্পর্কীয় কনটেন্টগুলোর পরিচিতি ফুডটক নামে। এখন পর্যন্ত এই ভিডিও শেয়ারিং অ্যাপে খাবারের ভিডিওগুলো দেখা হয়েছে ১ হাজার ১৫০ কোটিবারের বেশি।
Leave a reply