নরসিংদীতে ট্রাক থেকে ফেলে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ; শিক্ষার্থীদের মাননবন্ধন

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে মাহমুদুল হাসান আবির (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ট্রাক থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী সরকারী কলেজের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে নিহত শিক্ষার্থীর স্বজনরা বলেন, শিবপুর উপজেলার আলিয়াবাদ গ্রামের বংশিদ্দিয়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আবির (২২) পিতার মৃত্যুর পর সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ট্রাকের হেলপারের কাজ করতো এই এইচএসসি পরীক্ষার্থী। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় তাকে মোবাইলে ডেকে নেয় ট্রাক ড্রাইভার কাউসার। পরে কথা কাটাকাটির জের ধরে আবিরকে ট্রাক থেকে লাথি দিয়ে ফেলে দেয় ড্রাইভার। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পরদিন ১৫ ডিসেম্বর মাথায় অস্ত্রপোচার করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় আবির।

এ ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ও ময়নাতদন্ত হলেও পুলিশ এখনও মামলা নেয়নি বলে অভিযোগ করেছে নিহত আবিরের পরবিার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply