ভারতের মহারাষ্ট্রে ২৫০টি কুকুরছানাকে হত্যাকারী বানর দলের মধ্যে দুই বানরকে আটক করেছে স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষ। এই হত্যাযজ্ঞে জড়িত ছিল এই দুই বানরও। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মূলত প্রতিশোধের বশেই ওই বানরদল দুই শতাধিক কুকুরছানাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মহারাষ্ট্রের লাভোল গ্রামে দুটি বানর ছানা কুকুরের আক্রমণে মারা যাওয়ার পর থেকেই কুকুরছানাদের ওপর এই আক্রমণ শুরু হয়।
আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে ভারতে ফের গণপিটুনিতে যুবক নিহত
স্থানীয়রা জানান, কোনো কুকুরছানাকে সামনে পেলেই বানরের এই দল তাদের ধরে নিয়ে গাছ বা কোনো উঁচু ভবনের ওপর থেকে ফেলে দিতো। এভাবে গত কয়েক মাসে বানরদলের হাতে ২৫০টিরও বেশি কুকুরছানা মারা গেছে বলে জানা গেছে।
আটককৃত এই দুই বানরও এই হত্যাকারী বানর দলের মধ্যে ছিল বলে জানা গেছে। তাদের এরই মধ্যে নাগপুরে হস্তান্তর করা হয়েছে। এরপর নিকটস্থ কোনো জঙ্গলে ছেড়ে দেয়া হবে এই দুই বানরকে।
এসজেড/
Leave a reply