চলমান অ্যাশেজে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয়টিতেও হারের মুখে ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে জয় থেকে ৩৮২ রান দূরে আছে ইংলিশরা। এরইমধ্যে ৮২ রানে হারিয়েছে ৪ উইকেট। এর আগে দ্বিতীয় ইনিংসে ২৩০ রানে ইনিংস ডিক্লেয়ার করলে ৪৬৯ রানের টার্গেট পায় ইংল্যান্ড। অজিদের দ্বিতীয় ইনিংসে দেখা গেছে অদ্ভুত এক ঘটনা। অজি ব্যাটসম্যানদের আউট করতে দলটির পেস বোলার অলি রবিনসন করেছেন স্পিন বল।
অ্যাশেজের প্রথম টেস্টে জ্যাক লিচ থাকলেও ইংল্যান্ড তাদের দ্বিতীয় টেস্টের দলে কোনো স্পেশালিস্ট স্পিনার রাখেনি। স্পিন বিভাগ সামলেছেন অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ২০ ওভার বল করেছেন রুট। কিন্তু ব্যাটিংয়ের সময় তলপেটে আঘাত পাওয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম দিকে ফিল্ডিং করতে নামতে পারেননি তিনি।
আরও পড়ুন: কোপার ট্রফি নিয়ে নেইমারের ইটের জবাবে আর্জেন্টাইনদের পাটকেল
ইংল্যান্ডের হাতে তখন স্পিন বল করার মতো কেউ ছিল না। শেষমেষ রবিনসনকেই ডাবল ভূমিকা পালন করতে হয়। অফ স্পিন করেন বেশ কয়েক ওভার। তবে রুট ফিরে আসলে তিনিই শুরু করেন স্পিন। ৬ ওভার বল করে ২৭ রানে নেন ২টি উইকেট।
জেডআই/
Leave a reply