পাকিস্তানের কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্টের বাইরে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে ৬-২ গোলে হেরে এশিয়ান চ্যাস্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লো স্বাগতিক বাংলাদেশ। টানা তিন ম্যাচ হারলেও, এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারতো বাংলাদেশ।

আজ রোববার (১৯ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের হিট স্টিকে থামিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। সার্কেলের মধ্যে থেকে আরশাদ হোসেন বল জালে পাঠান। ২০ সেকেন্ডের মধ্যেই পাকিস্তানকে সমতায় ফেরান নাদিম আহমেদ।

আরও পড়ুন: সল্টকে আউট করে নুন ছিটিয়ে দিলেন বিনুরা ফার্নান্দো! (ভিডিও)

এরপর ১৮ মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে লিড নেয় দলটি। নাদিম আহমেদ ও রাজ্জাকের গোলে ব্যবধান ৫-১ করে পাকিস্তান। পরের মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। বাংলাদেশ রক্ষণের সমন্বয়হীনতায় ৩৮ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করে ব্যবধান ৬-২ করেন।

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসরের দুটি সেমিফাইনাল। প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে।

আরও পড়ুন: ভারতে শতাধিক কুকুর হত্যাকারী দলের দুই বানর আটক


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply