শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে গ্রুপ সেরা হয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখলো বাংলাদেশ। দলের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন আফিদা এবং রিপা। আগামী ২২ ডিসেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।
ফাইনালে যাওয়ার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের দরকার ছিল ড্র। কিন্তু কমলাপুরে এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দিলো বাংলাদেশের কিশোরীরা। বরাবরের মত ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছে গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে আনিচিং মগিনির পর ৭ মিনিটে রিতুর দারুণ শটে দুই গোলের লিড নেয় বাংলাদেশ। ১৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিপা। আর ৪৩ মিনিটে রিতুর ২য় গোলে ৪-০ লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও গোলের জন্য মড়িয়া হয়ে ওঠে স্বাগতিকরা। মাঝ মাঠ থেকে আখির দূরপাল্লার শট হাত ফসকে যায় লঙ্কান গোলরক্ষকের। এরপর মুহুর্মুহ আক্রমণে লঙ্কানদের রক্ষণে কাঁপন ধরায় বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নেমে ভয়ঙ্কর হয়ে ওঠেন আফিদা। তার হ্যাটট্রিকের পাশাপাশি রিপাও হ্যাটট্রিক করলে ১২-০ গোলের এক অনন্য রেকর্ড গড়ে বসে বাংলাদেশের কিশোরীরা। এটি একই সাথে ফাইনালের জন্য বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: কোপার ট্রফি নিয়ে নেইমারের ইটের জবাবে আর্জেন্টাইনদের পাটকেল
Leave a reply