সাগাইং জেলায় গেলো জুলাই মাসে গণহত্যা চালিয়েছিল মিয়ানমার জান্তা। সম্প্রতি সেখানে ৪০ জনের দেহাবশেষ পাওয়া গেছে।
রোববার এ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা ১১ নজন প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ড করেছে। যাদের মধ্যে রয়েছেন অত্যাচার থেকে পালিয়ে বাঁচা এক ভুক্তভোগী। বিবিসিকে তারা দিয়েছেন ছবি ও ভিডিও।
তাদের বয়ান অনুসারে, হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগ মানুষ বয়সে তরুণ বা যুবক। বেধড়ক পিটিয়ে হত্যার পর জলমগ্ন কবরে লাশগুলো মাটিচাপা দেয়া হয়। নিহতের তালিকায় রয়েছে নারী ও শিশু।
চলতি মাসেই জান্তার বিরুদ্ধে জেলাটিতে গণহত্যা চালানোর অভিযোগ তোলে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ।
ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। জান্তা বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ১২শর বেশি মানুষ।
এদিকে মিয়ানমারের পূর্বাঞ্চলের কারেন প্রদেশের গভীর জঙ্গলে অবস্থিত গোপন ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহীরা। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সদস্যরা। প্রতিবেদনটি পড়ুন এখানে।
/এডব্লিউ
Leave a reply