ওসির নাম্বার ক্লোন করে প্রতারণা, হাতানো হয়েছে লক্ষাধিক টাকা

|

গাইবান্ধার গোবিন্দগগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসির সরকারি ফোন নাম্বার ক্লোন করে এক চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে আসার পারই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেল পুলিশ সুপার কার্যালয়ে যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। শুধু নির্বাচন কেন্দ্রীক নয়, বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন অনেকেই। তাই বিষয়টির বার্তা পাঠিয়ে প্রচারণার পাশাপাশি মানুষকে সচেতন করার কথাও জানান তিনি। এসময় প্রতারক চক্রটিকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার আশ্বাস দেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন: বালু উত্তোলনে হুমকিতে শাহপরীর দ্বীপ

এরআগে, শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে একটি প্রতারক চক্র ওসির নাম্বার ক্লোন করে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী মুন্সি রেজওয়ানুর রহমানের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।

আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাসে প্রতারক চক্রটি এই টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার রাতেই প্রতারণার শিকার চেয়ারম্যান প্রার্থী মুন্সি রেজওয়ানুর রহমান গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply