ম্যান সিটির বড় জয়, লিভারপুলকে আটকে দিলো টটেনহাম

|

কেইন- সনের গোলে আটকে গেছে লিভারপুল। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ভিন্ন ম্যাচে উলভারহ্যাম্পটন গোল শূন্য গোলে আটকে দিয়েছে চেলসিকে। আর ২-২ স্কোর লাইনে টটেনহ্যাম রুখে দিয়েছে লিভারপুলকে।

ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে লিভারপুলকে আতিথ্য দেবার ম্যাচে শুরুতেই লিড নেয় টটেনহ্যাম। ১৩ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। প্রথমার্ধেই সমতায় ফেরে লিভারপুল। অল রেডদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডিয়েগো জটা। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত লিড পায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আলেক্সান্ডার আরনল্ডের অ্যাসিস্টে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। তবে ৫ মিনিট পরই থেমে যায় লিভারপুল ভক্তদের উচ্ছ্বাস। কারণ সন হিউন মিংয়ের গোলে আবারও সমতায় ফেরে টটেনহ্যাম। ২-২ এর ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। এতে শীর্ষে থাকা ম্যান সিটির সাথে ব্যবধান বাড়লো লিভারপুলের।

লিগ টপার হিসেবে অবস্থান শক্ত করলো ম্যান সিটি। ছবি: সংগৃহীত

আরেক ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে এগিয়ে যেতে মাত্র ৫ মিনিট সময় নেয় ম্যানচেস্টার সিটি। হোয়াও ক্যানসেলোর দুর্দান্ত অ্যাসিস্টে সিটিজেনদের এগিয়ে দেন ডিফেন্ডার রুবেন দিয়াজ। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া বুলেট গতির শটে পর্তুগিজ ক্যানসেলো নিজেই করেন সিটির দ্বিতীয় গোল। ৬৩ মিনিটে সিটির হয়ে রিয়াদ মাহরেজের ভলিতে করা ৫০তম গোল রেফারি বাতিল করলেও ভিএআরে বৈধতা পায় তা। ৮৬ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গতিতে ভেঙে যায় নিউক্যাসল রক্ষণ, এই ব্রাজিলিয়ানের পাস থেকে সিটির ৪-০ গোলের জয় নিশ্চিত করেন স্টারলিং।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে টাইগারদের সবাই করোনা নেগেটিভ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply