লেদেসমার বীরত্বে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

|

লেদেসমার সামনে এভাবে বিফল হয়েছে মাদ্রিদের আক্রমণ। ছবি: সংগৃহীত

লা লিগায় কাদিজ গোলরক্ষক জেরেমিয়া লেদেসমার অনবদ্য সব সেভে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় পয়েন্ট হারিয়েছে শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোলের পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনো দলই। সেই তুলনায় দ্বিতীয়ার্ধের খেলা ছিল অনেক বেশি আক্রমণ- পাল্টা আক্রমণ নির্ভর। তবে কাদিজের গোলরক্ষক জেরেমিয়া লেদেসমার কাছেই মূলত পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ছবি: সংগৃহীত

২৩ মিনিটে ভালভার্দের শট দুর্দান্ত সেভে রুখে দেন লেদেসমা। ৫৬ মিনিটে এডেন হ্যাজার্ডকেও গোলবঞ্চিত করেন এই আর্জেন্টাইন কিপার। এরপর ভিনিসিয়াস, বেনজেমা, টনি ক্রুজরাও ব্যথ হলে গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচ।

রিয়াল মাদ্রিদ ম্যাচটি খেলতে নেমেছিল নিয়মিত ৭ খেলোয়াড়কে বাইরে রেখে। করোনায় আক্রান্ত হয়েছেন লুকা মড্রিচ, মার্সেলো, রদ্রিগো, গ্যারেথ বেল, মার্কো অ্যাসেনসিও এবং অ্যান্ড্রি লুনিন। এছাড়া ইনজুরিতে দলের বাইরে আছেন ড্যানি কারভাহাল।

আরও পড়ুন: ম্যান সিটির বড় জয়, লিভারপুলকে আটকে দিলো টটেনহাম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply