নাসির-তামিমার বিয়ে: হাজিরা অব্যাহতির আবেদন খারিজ, পূর্বশর্তে জামিন

|

ছবি: সংগৃহীত

আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির-তামিমার বিয়ের ইস্যুতে মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন না নাসির-তামিমা। তবে আগের শর্তেই জামিন বহাল থাকবে।

আজ (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন। একই সাথে ‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া’, ‘ব্যভিচার’ ও ‘মানহানি’র মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আদালতে তামিমা সুলতানার মা সুমি আক্তারও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে পাননি।

দুই মাস আগে মুচলেকা দিয়ে জামিন পেয়েছিলেন ক্রিকেটার নাসির- তামিমাসহ তিনজন। গত ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।

এর আগে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদী রাকিবের সাথে তামিমার বিয়ে হয়। তোবা হাসান নামে ৮ বছর বয়সী তাদের একটি মেয়েও আছে।

মামলার অভিযোগে বলা হয়, তামিমা বাদীর সাথে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় তথ্য গোপন করে ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তামিমা বিদেশি একটি এয়ারলাইনসে কেবিন ক্রু পেশায় চাকরি করেন।

আরও পড়ুন: মালদ্বীপে প্রতারণা ও হয়রানিতে অতিষ্ঠ বাংলাদেশি শ্রমিকরা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply