চট্টগ্রামে অযত্ন ও অবহেলায় পড়ে আছে একাত্তরের স্মৃতি বিজড়িত অর্ধশতাধিক বধ্যভূমি। দখল হতে হতে মুছে গেছে অনেক বধ্যভূমির চিহ্ন, হারিয়ে যেতে বসেছে বাকিগুলোও। স্বাধীনতার ৫০ বছর পরও সংরক্ষণের উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।
এর মধ্যে চট্টগ্রাম পাহাড়তলীর বধ্যভূমিতে ছিল ২০ বেলুচ রেজিমেন্টের ক্যাম্প। মুক্তিযুদ্ধের শুরু থেকেই যেখানে বানানো হয়েছিল একটি জল্লাদখানা। পাহাড়তলীর এই বধ্যভূমিসহ সরকারি হিসাবে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ রকম ৬১টি বধ্যভূমি রয়েছে। যেগুলোর বেশির ভাগই পড়ে আছে অযত্ন এবং অবহেলায়। ৫৮টিতেই নেই স্মৃতি চিহ্ন।
তবে সম্প্রতি একটি বধ্যভূমিতে স্মৃতিচিহ্ন নির্মাণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বাকি বধ্যভূমি দখলমুক্ত করে সংরক্ষণের উদ্যোগ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
এসজেড/
Leave a reply