রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মান্নানের ছেলেসহ কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে বসন্তপুরের বড় ভবানীপুরে ফকির বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সন্তোষপুরের নৌকার প্রার্থীর ছেলে রিয়াদ হাসান প্লাবন ও কর্মী মোহাম্মদ আলী ঠাকুর ।
জানা গেছে, মহারাজপুর থেকে ভোটের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বসন্তপুরের বড় ভবানীপর ফকির বাড়ির সামনে নৌকার প্রার্থীর ছেলেসহ কর্মীদের ওপর হামলা করে বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরদারের কর্মী-সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থীর ছেলেসহ কয়েকজন আহত হয়। পরে দুইজনকে হাসপাতালে আনা হয়।
এ ঘটনায় বসন্তপুরের নৌকার প্রার্থী আব্দুল মান্নান নির্বাচন কমিশনে মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন। থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী।
এদিকে, জেলার সদর উপজেলার দাদশীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার শেখের (আনারস) সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন শাহেলা নামের এক নারী কর্মী।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের
সোমবার দুপুরে দেলোয়ার শেখের মহিলা কর্মীরা দাদশীর সাবেক চেয়ারমান বেলায়েত হোসেনর বাড়িতে প্রচারণা চালানোর সময় নৌকার প্রার্থীর সমর্থকরা এসে তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এ সময় আনারসের শাহেলা নামের এক মহিলা কর্মীর হাত মোচর দিয়ে ভেঙে দেয়া ও তাদের গায়ে লাগানো ব্যাজ ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেডআই/
Leave a reply