স্বতন্ত্র প্রার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি নৌকার প্রার্থীর, অভিযোগ দায়ের

|

হুমকিদাতা নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবর।

সাভার প্রতিনিধি:

আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। শাহাব উদ্দিন মাদবর ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যানও।

অভিযোগে বলা হয়, এর আগেরবারের নির্বাচনে তৎকালীন প্রতিপক্ষ হেলাল মাদবরের বিরুদ্ধে নিজেই গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে এবং নৌকার অফিস ভাঙচুর করে মামলা দেন শাহাব উদ্দিন মাদবর। এবারও এমন হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, নৌকা ছাড়া অন্য প্রতীকে কেউ ভোট দিতে কেন্দ্রে গেলে সেই ভোটারের হাত-পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন বলে হুমকি দিয়েছেন তিনি। এছাড়াও কোনো ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এজেন্ট দিলে পিটিয়ে বের করে দেওয়া, নিজস্ব বাহিনী দিয়ে কেন্দ্র দখল করে সিল মারাসহ বিভিন্ন হুমকি প্রদান করছেন তিনি। এসব অভিযোগে নিরাপত্তা ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।

এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আসলে নির্বাচন কর্মকর্তা দেখবেন। তবে এ ব্যাপারে কোনো পরামর্শ বা সহায়তা রিটার্নিং কর্মকর্তা চাইলে আমরা সহযোগিতা করব।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply