ফিলিপাইনে টাইফুন তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫

|

ফিলিপাইনে সুপাই টাইফুন রাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। স্থানীয় প্রশাসন জানায়, প্রাণঘাতি এই ঘূর্ণিঝড়ে আহত হয়েছে ৫শর বেশি মানুষ, এখনও নিখোঁজ অর্ধশতাধিক।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানে উপকূলে। তাণ্ডবে বিধ্বস্ত হয় বহু বসতবাড়ি। বাস্তচ্যুত হয় ৪ লাখের বেশি মানুষ। বিভিন্ন স্কুল, হাসপাতালসহ কমিউনিটি ভবনে আশ্রয় নিয়েছে অনেকে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের উদ্যোগে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। স্থানীয় আবহাওয়া বিভাগের দাবি, দেশটিতে গড়ে বছরে ২০টি ঝড় আঘাত হানে। গত বছরও তাণ্ডব সুপার টাইফুন তাণ্ডব চালায় দেশটিতে। তবে ২০১৩ সালে টাইফুন হাইয়ানের আঘাতে প্রাণ হারায় ৬ হাজারের বেশি মানুষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply