কর ফাঁকি দেয়ার অভিযোগে চীনের এক অনলাইন তারকাকে ২১ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির আয়কর কর্তৃপক্ষ।
সোমবার (২০ ডিসেম্বর) ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত হুয়াং ই নামের এ তারকাকে বিপুল অঙ্কের এ জরিমানা করা হয়।
হুয়াংয়ের বিরুদ্ধে ২০১৯ ও ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য গোপন ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ৩৬ বছর বয়সী হুয়াং লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। যদিও কর ফাঁকির ঘটনায় ক্ষমা চেয়েছেন এ অনলাইন তারকা।
উল্লেখ্য, ব্যক্তিগত কর ফাঁকির অভিযোগে গত মাসে চীনের দুজন লাইভস্ট্রিমিং ইনফ্লুয়েন্সারকে প্রায় ১০ কোটি ইউয়ান জরিমানা করা হয়।
/এসএইচ
Leave a reply