অসময়ে তরমুজ চাষে সফল হবিগঞ্জের দিদার

|

অসময়ে তরমুজ চাষে সফলতা পেয়েছেন হবিগঞ্জের কৃষক দিদার হোসেন। ভালো ফলনের পাশাপাশি দামও পেয়েছেন ভালো, দেখছেন লাভের মুখ। তার সাফল্যে গোল্ডেন ক্রাউন ও সাগর কিং নামের এসব নতুন প্রজাতির তরমুজ আবাদে আগ্রহী আশপাশের কৃষকরাও।

দূর থেকে লাউ-কুমড়া মনে হলেও মাচায় ঝুলে থাকা ফলগুলো মূলত তরমুজ। ২০ শতক জমিতে তরমুজ চাষে দিদারের খরচ হয়েছে ৩০ হাজার টাকা। অর্ধেক ফসল বিক্রিতেই দেখছেন লাভের মুখ। তরমুজের পাশাপাশি করছেন ব্রুকলি সহ নানা নতুন ফসল।

দিদার হোসেনের সাফল্যে উদ্বুদ্ধ আশেপাশের কৃষকরাও। আগামীতে ধানের পাশাপাশি তরমুজসহ নতুন জাতের নানা ফসল চাষে আগ্রহী তারা। নতুন জাতের নানা ফসল উৎপাদনে পরার্মশ দিচ্ছেন স্থানীয় উপ-সহকারী কৃষি র্কমর্কতা শামীমুল হক শামীম।

উপজেলায় নতুন জাতের তরমুজ চাষে সফলতা পাচ্ছে কৃষক। দিন দিন বিষমুক্ত তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়বে বলে আশাবাদ হবিগঞ্জের বাহুবল উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়ালের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply