আইন আল-আসাদ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

|

আইন আল-আসাদ সেনাঘাঁটি ত্যাগ করলো মার্কিন সেনারা।

মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক ছাড়া ইরাকের আইন আল-আসাদ সামরিকঘাঁটি থেকে সব সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ ডিসেম্বর) ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি স্পুটনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেনারেল আল-খাজাফি বলেন, একজন ইরাকি কমান্ডারের অধীনে এখন পরিচালিত হচ্ছে আইন আল-আসাদ। সেখানে এখন আমেরিকার কয়েকজন সামরিক পরামর্শক অবস্থান করছেন।

এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে মার্কিন বাহিনী অবস্থানরত ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারাবিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। আইআরজিসির কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা ড্রোন হামলা চালিয়ে হত্যা করলে তার প্রতিশোধ হিসেবে আইআরজিসি আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায়। জানা গেছে, ওই হামলায় ব্যবহৃত প্রতিটি ওয়ারহেডের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply