একটি মাঠের মধ্যকার ঝোপে নবজাতক কন্যাশিশুকে ফেলে গেছে মা। তবে সারারাত ধরে সেই শিশুকে পাহারা দিয়ে আগলে রেখেছিল এক মা কুকুর। মা কুকুরের সদ্যজাত ছানাগুলোকেও শোয়ানো ছিল ওই শিশুর পাশে। সারারাত তাদের নজরে রেখেছিল সেই কুকুর। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তীসগঢ়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।
স্থানীয়রা জানান, সকালে এলাকার কয়েকজন কাজে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে সেখানে ওই সদ্যজাত শিশুকে পাওয়া যায়। তখনও শিশুটির শরীরে নাড়ি জড়িয়ে ছিল বলে জানান স্থানীয়রা। তবে সবাই হতবাক হয়ে যান, পাশেই একটি মা কুকুরকে দেখে।
আরও পড়ুন: আইনগত বৈধতা ছাড়াই আট বছরের প্রেম পেলো পূর্ণতা
একজন স্থানীয় বাসিন্দা বলেন, আগের রাতে ওই ঝোপের মধ্যে বাচ্চা প্রসব করেছিল কুকুরটি। সেখানেই তার সদ্যজাত ছানাগুলোর পাশে শোয়ানো ছিল বাচ্চাটি। সারারাত সেখানে থাকলেও মানবশিশুটির গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি মা কুকুর। নিজের সন্তানের মতোই আগলে রেখেছিল। বিষয়টি দেখে গ্রামের অন্যান্যরাও অবাক হয়ে যায়।
এরপর স্থানীয়রা পুলিশ ও স্বাস্থ্য অধিদফরকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করে নিয়ে যায়।
এসজেড/
Leave a reply