সানা বিমানবন্দরে সৌদি জোটের ড্রোন অভিযান

|

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন অভিযান চালালো সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সেখান থেকে নিয়মিত বিরতিতে হুতি বিদ্রোহীরা হামলা চালাতো বলে অভিযোগ করেছে জোটটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে পরিচালিত অভিযানের লক্ষ্য ছিলো সানা এয়ারপোর্টের চারপাশের ছয়টি গোপন আস্তানা।

জোট জানিয়েছে, সেখানে ড্রোন উৎক্ষেপণস্থল ছাড়াও ছিলো অস্ত্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র এবং বিদ্রোহীদের আবাসস্থল। বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের আগেই বেসামরিক ইয়েমেনিদের সরে যাবার নির্দেশ দেয়া হয়।

ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকির দাবি, অভিযানে মূল রানওয়ে, এয়ারস্পেস ম্যানেজমেন্ট ট্র্যাফিক ও গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন: এবার চার মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা চীনের

২০১৫ সাল থেকেই সানা বিমানবন্দরে বন্ধ বাণিজ্যিক ফ্লাইটের চলাচল। শুধু জাতিসংঘের বিমান নামে এই বিমানবন্দরে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply