বিসিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম ও মোস্তাফিজ

|

ছবি: সংগৃহীত

ওয়ানডে ভার্সনের বিসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম ও মোস্তাফিজ। সে লক্ষ্যে মাঠের অনুশীলনও শুরু করেছেন দুজন।

হাতের আঙুলের ইনজুরি কাটিয়ে প্রায় এক মাস পর মিরপুরে ব্যাটিং শুরু করেছেন তামিম। শুরুতে শুধু ইনডোরে করেছেন স্পিন বোলিংয়ে অনুশীলন। তামিম সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তামিম। চোটের কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া তিনি নাম সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও।

আরও পড়ুন: অনুশীলনে ফুরফুরে মেজাজে টাইগাররা, বল করলেন সুজন

আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল মাঠে গড়ানোর কথা। তার আগে ৫০ ওভারের বিসিএল শুরু হবে ৯ জানুয়ারি। যেখানে দেখা যাবে এই বা হাতি ওপেনারাকে। মোস্তাফিজও তৈরী হচ্ছেন বিসিএল খেলতে।

আরও পড়ুন: পঞ্চপাণ্ডবের কি উপরে উপরে খাতির আর ভেতরে ভেতরে সমস্যা?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply