প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ার কারণে কখনো কখনো দুর্নীতিও বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে তা দূর করতে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।
সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত বাংলাদেশে সুইজারল্যান্ডের সহযোগিতা কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য কমানো সরকারের প্রধান অগ্রাধিকার। ঢাকা সফররত সুইস অ্যাজেন্সি ফর ডেভেলপমেন্টের মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি জানান, ২০২২ থেকে ২০২৫, এই চার বছরে এক হাজার একশ কোটি টাকা সহায়তা দেবে তার দেশ।
প্যাট্রিসিয়া ড্যানজি বলেন, বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ প্রতিবছর নতুন ২০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। এ কাজে বাংলাদেশের পাশে সুইজারল্যান্ড থাকবে বলেও জানান তিনি।
প্রকল্পে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বড় বড় প্রকল্প বাস্তবায়নে আমরা পর্যবেক্ষণ করি। এটাও সত্য, সব সময় মাঠে গিয়ে তা করা সম্ভব হয়না। এই সুযোগে প্রকল্পের সময় বাড়ে, আর তখন দুর্নীতিও কিছুটা বাড়ে।
Leave a reply